পশ্চিমবঙ্গের সাথে ১,৩৮০
আসামের সাথে ১৭২
মেঘালয়ের সাথে ২৬৬
এিপুরার সাথে ৫৬০
মিজোরামের সাথে ১৯০
ভারতের সাথে বাংলাদেশের মোট বর্ডার ২,৫৬৮(দুই হাজার পাঁচশত আষট্টি) মাইল
মায়ানমারের সাথে ১৬২ মাইল
সমুদ্র সীমা ৪৪৫ মাইল
বাংলাদেশের সাথে ভারত ও মায়ানমার (সমুদ্র সীমাসহ) বর্ডার ৩,১৭৫ মাইল
সূএ ঃ ভূমি জরিপ অধিদপ্তর।
ভারত এবং মায়ানমার(বার্মার) সাথে বাংলাদেশের ৩২টি জেলার বর্ডার আছে। এরমধ্যে ভারতের সাথে ৩০টি জেলার এবং মায়ানমার(বার্মার) সাথে ৩টি জেলার বর্ডার আছে। নিম্নে জেলাগুলির নাম দেয়া হলো ঃ
সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, রাজশাহী, নওয়াবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও,পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট,কুড়িগ্রাম, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভী বাজার, হবিগঞ্জ, ব্রাম্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, পার্বত্য খাগড়াছড়ি, পার্বত্য রাঙ্গামাটি এ ৩০(ত্রিশ)টি জেলার বর্ডার ভারতের সাথে।
পার্বত্য রাঙ্গামাটি, পার্বত্য বান্দরবন ও কক্সবাজার এ ৩(তিন)টি জেলার বর্ডার আছে মায়ানমার(বার্মার) সাথে।
একমাত্র পার্বত্য রাঙ্গামাটি জেলার সাথে ২(দুই)টি রাষ্ট্রের বর্ডার আছে, ভারত এবং বার্মার